আবেদন করার পদ্ধতি

আইসিটি ইনোভেশন ফান্ডের ওয়েবসাইট থেকে ফেলোশিপ, বৃত্তি বা উদ্ভাবনীমুলক কাজে অনুদানের জন্য যেভাবে আবেদন করবেন
ICT Innovation Fund's Website

০১

নিবন্ধন

রেজিস্ট্রেশন পাতাতে যান এবং আপনার নাম, ইমেইল এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন

০২

ইমেইল এবং মোবাইল নাম্বার ভেরিফাই

সফলভাবে রেজিস্ট্রেশন করার পর আপনার ইমেইল এ একটি ভেরিফিকেশন লিঙ্ক সহ ইমেইল এবং মোবাইলে চার সংখ্যার একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। ইমেইল এর লিঙ্ক এ ক্লিক করে ইমেইল এবং মোবাইল ভেরিফিকেশন কোড ব্যবহার করে মোবাইল নাম্বারটি ভেরিফাই করুন।

০৩

আবেদন করুন

আবেদন করুন লিংক এ ক্লিক করুন, যে খাতে আবেদন করতে চান সেটি নির্বাচন করুন এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি সাবমিট করুন

খাতসমূহ

আইসিটি বিভাগ হতে নিম্নোক্ত চারটি খাতে অনুদান প্রদান করা হয়
উদ্ভাবনী ফান্ড
আইসিটি খাতে দেশের আর্থসামাজিক উন্নয়ন, জনসেবা, অভিনব উদ্ভাবনের মাধ্যমে নতুন সেবা সৃষ্টি করতে সক্ষম, আইসিটি শিল্পের বিকাশ, জনস্বার্থে সরকারি সেবা খাতে সরকারি সংস্থার মাধ্যমে দ্রুত এবং কার্যকরী সেবা প্রদানে সক্ষম এমন উদ্ভাবনীমূলক কাজের জন্য ব্যক্তি/প্রতিষ্ঠান এই অনুদান এর জন্য আবেদন করতে পারবেন।
ফেলোশিপ/বৃত্তি
মাস্টার্স, এমফিল, ডক্টরাল ও পোষ্টডক্টরাল ডিগ্রি এবং উচ্চতর গবেষণার শিক্ষাগত উদ্দেশ্যে এই অনুদান এর জন্য আবেদন করতে পারবেন
Innovation
বিশেষ অনুদান
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের শিক্ষা,স্বাস্থ্য,কৃষি,বাণিজ্য,অর্থনীতি,নারী ও শিশু উন্নয়ন ,দারিদ্র বিমোচন,আর্থসামাজিক উন্নয়ন এ অবদান রাখতে সক্ষম এমন প্রকল্পের ব্যক্তি/শিক্ষা প্রতিষ্ঠান/সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহ এই অনুদান এর জন্য আবেদন করতে পারবেন
হাই প্রোফাইল আইসিটি স্কলারশিপ
তথ্য প্রযুক্তি খাতে প্রতি বছর সর্বোচ্চ মেধাসম্পন্ন ও সর্বোচ্চ ইনোভেটিভ ক্ষমতাসম্পন্ন ০২ (দুই) জনকে (একজন পুরুষ এবং এক জন মহিলা) সর্বোচ্চ ০১ (এক)বছরের জন্য মাসিক ২,০০,০০০/= (দুই লক্ষ) টাকা হারে হাই-প্রোফাইল আইসিটি স্কলার ফেলোশিপ প্রদান করা হয়ে থাকে।
Users
২১১৬৩
নিবন্ধিত ব্যবহারকারী
Users
৬৯৯
মঞ্জুরকৃত আবেদন
Users
১২৮
চলমান প্রকল্প
Users
সম্পন্ন প্রকল্প

কোন জিজ্ঞাসা রয়েছে ?

আইসিটি ইনোভেশন ফান্ড সম্পর্কিত কোন প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আমাদের সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন পাতাটি দেখতে পারেন অথবা চাইলে যোগাযোগ করুন পাতাটি ব্যবহার করে আমাদের কাছে বার্তা পাঠাতে পারেন
আবেদনপত্র দাখিল করার পর আমি কি জমাকৃত আবেদনপত্র হালনাগাদ করতে পারব?

না, আবেদনপত্র দাখিল হবার পরে আপনি আবেদনে প্রদত্ত কোন তথ্যাবলীতে পরিবর্তন আনতে পারবেন না ।

একটি একাউন্ট থেকে কি আমি একের অধিক আবেদনপত্র দাখিল করতে পারব?

জ্বী, আপনি একটি একাউন্ট দিয়ে ইনোভেশন ফান্ডে এর যে কোন বিভাগে ( উদ্ভাবনী, বিশেষ অনুদান, ফেলোশিপ,  হাই প্রোফাইল আইসিটি স্কলারশিপ) এক বা একের অধিক আবেদনপত্র দাখিল করতে পারবেন। আবেদনপত্র দাখিল করার ক্ষেত্রে প্রতিটি আবেদনের সাথে ইমেইল এড্রেস এবং মোবাইল নাম্বার সংযুক্ত এবং ভেরিফাই করতে হবে ।

আবেদন সংক্রান্ত যেকোন নোটিফিকেশন উক্ত ইমেইল এড্রেস অথবা মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে পাঠানো হবে ।