ধাপ ১:
ইনোভেশন ফান্ড এর ওয়েব সাইটের এর Home Page টি ওপেন করুন। Home Page এর শুরুতে স্লাইডে দেখানো "আবেদন করুন" বাটন এ ক্লিক করুণ ।
ধাপ ২:
ক.(রেজিস্টার্ড ইউজার হলে)
ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন
খ. (রেজিস্টার্ড ইউজার না হলে)
১. রেজিস্ট্রেশন ফর্ম টি যথাযথভাবে পূরণ করুন। "একাউন্ট তৈরী করুন" বাটন এ ক্লিক করুন।
২. একাউন্ট তৈরি হবার পরে আপনার ইমেইলে একটি ভেরিফিকেশন লিংক প্রেরন করা হবে । উক্ত ভেরিফিকেশন লিংকে ক্লিক করে আপনার ইমেইলটি ভেরিফাই করে নিতে হবে ।
৩. ইমেইল ভেরিফিকেশন এর পর আপনার মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে । এজন্য আপনি প্রথমবার লগইন করার পরে আপনার মোবাইল নাম্বারে ৪ ডিজিটের একটি কোড যাবে, সেই কোডটি লগইন পরবর্তী পেজে সাবমিট করে আপনার মোবাইল নাম্বার ভ্যারিফাই করতে হবে।
স্বরণীয়ঃ উল্লেখ্য যে ভেরিফিকেশন ইমেইল টি Spam/Inbox এ যেতে পারে। যদি স্পাম ফোল্ডার এ ইমেইলটি থাকে, তবে উক্ত ইমেইল টি Not Spam করে Inbox এ নিয়ে আসুন। ক্ষেত্র বিশেষে মোবাইলে কোড যেতে কিছুটা বিলম্ব হতে পারে ।
ধাপ ৩ :
পেইজ এর উপরে ডান পাশে "আবেদন করুন" বাটন এ ক্লিক করুন। নির্ধারিত ৪ ধরণের আবেদন এর খাত থেকে আপনার পছনের খাতের নিচের "আবেদন করুন" বাটন এ ক্লিক করুন। আবেদনপত্রের সকল তথ্য যথাযথ সঠিক ভাবে দিয়ে আবেদনপত্র পূরণ করুন।
ধাপ ৪ :
আবেদনপত্র পূরণকালীন যেকোন অবস্থায় নিচের বাম পাশের "সেইভ এজ ড্রাফট/Save As Draft" বাটনে ক্লিক করে সেই আবেদনটি খসড়া হিসেবে সংরক্ষন করতে পারবেন যা পরবরতিতে পুর্বের অবস্থা থেকে পুনরায় সম্পাদন শুরু করা যাবে।
সর্বশেষে সব তথ্য সঠিক ভাবে পূরণ সম্পন্ন হলে নিচের ডান পাশের "প্রিভিউ দেখুন এবং জমা দিন" বাটন এ ক্লিক করলে পূরণকৃত আবেদনপত্র এর প্রিভিউ দেখতে পারবেন এবং "ফিরে যান এবং সম্পাদনা করুন" বাটন এ ক্লিক করে ফিরে গিয়ে আবার সম্পাদনা করতে পারবেন অথবা "শেষ এবং জমা দিন" বাটন এ ক্লিক করে আবেদনপত্রটি জমা দিতে পারবেন।